স্টাফ রিপোর্ট: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আন্তর্জাতিক ভাষা দিবসে -২০২৫ শ্রদ্ধা নিবেদন আগে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান ও অফিসার ইনচার্জ জাকিয়া মন্ডল, শিক্ষা অফিসার সহ সকল উর্ধতন কর্মকর্তাগণ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ আরো অনেকে জুতা পড়ে শহীদ মিনারে জুতা পরে ফটোসেশান করেন।
এলাকায় সাধারণত মানুষের কাছ প্রশ্ন এতদিন শহীদ মিনারে খালি পায়ে উঠে শ্রদ্ধা জানানো হতো। প্রভাত ফেরী খালি পায়ে হেঁটে কি যে আবেগ বহিঃপ্রকাশ হতো। এখন কি হলো ? তাহলে কি জুতা পরে ফটোসেশান রেওয়াজ চালু হলো। ভাষা শহীদের মর্যাদা আর ভাবগাম্ভীর্যের কতটুকুই প্রকাশ পেলো।ভাষা শহীদের স্বরণে তো বছরে ঐ একটি দিনই, আমরা সকলে দোয়া আর শ্রদ্ধা নিবেদন করি। জুতা পরে ফটোসেশান এর রেওয়াজটা যদি চালু হয়ে আমাদের ভবিষ্যত প্রজন্ম কি শিখবে।
সালাম, বরকত, রফিক, জব্বার, তোরা আমাদের ক্ষমা করে দিও ভাই, যাদের রক্তের বিনিময়ে এই মায়ের মুখের ভাষার জন্য রক্ত দিয়েছেন, তাদের কোন দিন ভুলা যায়! এলাকা সুধীমহলের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে। আসুন আমরা শহীদের রক্তের সাথে বেঈমানী না করে তাদের প্রতি অকুন্ঠ ভালো শ্রদ্ধা নিবেদন করি।