সানিয়াদ হোসেন সাঈদী, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে ধরা পরে.. গণপিটুনিতে চোরের মৃ*ত্যু হয়েছে।
চুরি করতে আসা সেই ব্যাক্তির বাসা রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামে। উক্ত ব্যাক্তি পিটুনি খাওয়ার সময় স্বীকার করে… সে বিখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক এর শীষ্য।পরবর্তীতে স্থানীয় জনগণের পিটুনিতে মৃত্যুবরণ করে সেই ব্যাক্তি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যাক্তির লাশ উদ্ধার করে। এবং তদন্ত শুরু করেছে।স্থানীয় জনগণের দাবি এই মৃত্যুর দায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের।
দীর্ঘ কয়েক বছর যাবৎ মোটরসাইকেল চোরগুলো প্রশাসনের সাথে লিয়াজু করে চুরি চালিয়ে আসছে।মোটরসাইকেল চুরি করার পর চোর নিজে মালিককে কল দিয়ে টাকা দাবী করে।
টাকা পাঠিয়ে দিলে চোর মোটরসাইকেল দিয়ে দেয়।
প্রযুক্তির যুগের কয়েক বছরে এই চুরি কান্ড বন্ধ করতে পারেনি প্রশাসন।তারই ফলাফলস্বরূপ আজকের এই মৃত্যু।চোরগুলো আটক হওয়ার দুদিন পর আবার জামিনে বের হয়ে আবারো চুরি করে।