গোলাম রব্বানী,হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শনিবার (৮ই মার্চ-২৫) সকাল ১০:৩০টা মিনিটে হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হরিপুর-ঠাকুরগাঁও।”নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়,নারী সচেতন হলে সমাজ সচেতন হয়।
নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কু-প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন,নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে আরো উপস্থিত ছিলেন, নারী সংগঠনের নেতৃবৃন্দ।