আমির হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ২টায় উপজেলা সদরের তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাদের।
গ্রেফতাররা হল- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, উপজেলা কৃষকলীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাকসুদ হাসান। এবিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সহ চার জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধ পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করার প্রস্তুতি চলছে।