এম.মাসুম আজাদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা সাগান্না বৈডাঙ্গা পুরাতন স্টার ইট ভাটার পাশে পুরাতন ব্যাটারী গলিয়ে সিসা তৈরির অবৈধ কারখানায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালিত হয়েছে সেই সাথে মজুদকৃত পুরাতন ব্যাটারী ও সিসা তৈরির সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে,তবে অবৈধ প্রতিষ্ঠানের মুল হোতা গাইবান্ধার মশিয়ার টের পেয়ে আগেই পালিয়ে যায়।
গাইবান্ধার মশিয়ার দীর্ঘদিন ধরে স্থানীয় দুই তিন জনার সহযোগিতায় বৈডাঙ্গা এলাকায় স্টার ইট ভাটার পাশে অবৈধ ভয়নক ক্ষতিকর সিসা কারখানা পরিচালনা করে আসছিল । যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ইতিপূর্বেও তার এই অবৈধ কারখানা একাধিকবার অভিযান পরিচালিত করে বন্ধ করে দেওয়া হলেও আবারো এসে ঘাটি করে এই সিন্ডিকেট। স্থানীয়দের দাবি মশিয়ারকে ধরে আইনের আওতায় আনতে হবে,তা না হলে সে বারবার একই কাজ করবে।
বৃহস্পতিবার দুপুরে বৈডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সেসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, পরিদর্শক মোঃ আশরাফ আলী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান সাংবাদিকদের জানান, পুরাতন ব্যাটারী গলিয়ে সীসা তৈরির অপরাধে অভিযান চালিয়ে এই অবৈধ প্রতিষ্ঠানটি ভেঙে দিয়েছি এবং সেখানে মজুদকৃত পুরাতন ব্যাটারী ও সীসা তৈরির সকল সরঞ্জাম জব্দ করেছি।
ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা ধার্য করা সম্ভব হয়নি তবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মালিককে নিয়মিত মামলার আওতায় আনা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।