রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও পৃথক ঘটনায় ২ টি সুইস গিয়ারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভারে ইয়াবা, গাজা, মদ ও দুইটি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এরআগে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিচ ইয়াবা, ২ কেজি ৭০০ গ্রাম গাজা, ১ বোতল মদ ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সুইস গিয়ার চাকু জব্দসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, মোঃ সুমন (২৫), ইউসুফ রহমান (২০), আনান হোসন (২১), দ্বীপক সূত্রধর (২৪), সুলতান কাজী (৫২), মনিরা খাতুন (৪১)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, সকাল পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকার নিয়মিত চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সংকেত দিলে থামামাত্র বাস থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ আটক করে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এদিকে বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিলভার ও কালো রঙের দুইটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সন্ধ্যা রাতে আমিনবাজার বড়দেশী এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তির অবস্থান করার সংবাদ পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করে ২ কেজি ৭০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো দুই জনসহ গত ২৪ ঘন্টায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলা-বরিশাল সেতুর জন্য জেলাবাসীর দ্রুত বাস্তবায়নে দাবী  পরিবহনে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা সুইচ গিয়ারসহ ১ ছিনতাইকারী আটক চরফ্যাসনের আওমী ফ্যসিবাদী লুটপাটের স্টেডিয়াম বাতিল বগুড়ায় পুলিশের উপর হামলা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত  বিরামপুরে  ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজপুরে এক রাতেই গাইবান্ধা সদর-২ আসনের সাবেক এমপিসহ ৭০ জনকে ডেভিলহান্ট অপারেশনে আটক বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করে? কী কী রপ্তানি করে? কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধ, ২০ বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে গভীর রাতে আগুন সাভারে পৃথক ঘটনায় সাতজন কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হরিপুরে জমি-জমা বিরোধের জেরে বাড়ি ঘরে আগুন ও সম্পদ লুটপাট পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত ঠাকুরগাঁও সুপার শপ স্বপ্নকে জরিমানা আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময়
Translate Here »