মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে সেচের পানির দাম বেশি চাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। নীতিমালার থেকে বিঘাপ্রতি চাহিদা করছে দ্বিগুণ। ফলে পানি নিয়ে সংশয়ে চাষীরা। উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন ও পাথরকুটা গ্রামের ফসলি মাঠে সেচ পাম্পের দায়িত্বরতদের নামে এমন অভিযোগ উঠেছে। বিষয়টির দ্রুত পদক্ষেপের জন্য সোমবার বিকেলে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় আমন ও ইরি মৌসুমে চাষাবাদ করেন প্রান্তিক কৃষকরা। এই চাষাবাদের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন। এজন্য উপজেলা কৃষিদপ্তর থেকে তাদের নামে তালিকা করে সুযোগ সুবিধা প্রদান করা হয়। অথচ সেচের পানি ব্যবস্থা নিয়ে কমিটির তেমন গুরুত্ব দেখা যায়না। গুরুত্বহীনতায় পাম্পের মালিকদের নীতিমালা প্রয়োগ করাতে বার্থ্য হন তারা। একারনে প্রতি বছর কৃষক পানির মূল্য নিয়ে চরম ভোগান্তির শিকার হন। জোর পূর্বক নির্ধারিত মূল্যের থেকে ৫০০ টাকা বেশি আবার কখনো দ্বিগুণ টাকা দাবী করেন সেচ পাম্পের দায়িত্বরতরা। ফলে চাষাবাদ শেষে লাভের মুখ দেখতে পাননা কৃষকরা। সরজমিনে পরিদর্শন করে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন, সদর ইউনিয়ন, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌরসভা এলাকায় এমন চিত্র দেখা যায়।

সান্তাহার পাথরকুটা গ্রামের বছির ও আফাজ উদ্দীন জানান, মাঠের জমিতে ইরি মৌসুমে আবাদ করার জন্য সেচের পানি দিতে বলি পাম্বের পরিচালক জনি ও সাজুকে। পানি দেওয়ার আগে বিঘাপ্রতি ২৫০০ টাকা দাবী করেন। অর্থাৎ প্রতি শতকে ৭৬ টাকা নিবে। এর কম হলে পানি দিবেনা মর্মে জানিয়ে দেয়। তার কথায় আমরা চিন্তিত হয়ে পড়ি। অথচ গত বছরে প্রতি শতকে ৪২ টাকা করে ১৪০০ টাকা ছিলো। এবছরে বিঘাপ্রতি ১০০০ হাজার টাকা দাম বাড়িয়েছে পাম্প পরিচালকরা। কারন জানতে চাইলে জিনিসপত্র দাম সহ নানা অজুহাত দেখান। সরকার বিধি অনুসারে শতক প্রতি ৪২ টাকা ধরা হয়েছে। কিন্তু কে মানে কার কথা। এমন স্বেচ্ছাচারী আচরণে হতবাক সকলেই।

একই সুরে কৃষক জুলফিকার আলী জানান, চাষাবাদ করে সংসার চলে। বীজ,সার, কীটনাশক ও শ্রমিক খরচ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এরপর সেচের বিঘাপ্রতি ২৫শ থেকে ২৭শ টাকা নেওয়া হচ্ছে। এরআগে ১৫শ ছিলো। দিনদিন এদের চাহিদা বেড়ে যাচ্ছে। তাদের চাহিদা মতো টাকা না দিলে জমিতে পানি দিবেনা বলেছে। বিকল্প উপায় না থাকায় পানির জন্য যেনো একরকম জিম্মি চাষীরা। এজন্য আবাদ করতে বিলম্ব হয়।

সেচ পাম্পের পরিচালক জনি ও সাজু জানান, বিদ্যুৎ বিল আসে অনেক। তাছাড়া শ্রমিক খরচ রয়েছে। তাদের বলেছি বিঘাপ্রতি ২হাজার টাকা দিলে লাভ তো দূরের কথা গায়েগায়ে যাবে। লোকসান করে তো আর পানি দিতে পারিনা। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, সরকারিভাবে সেচের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বেশি নেওয়া যাবেনা। কয়েকটি এলাকা থেকে অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতকে দেশপ্রেমিক বলেছিল: দুদু ঝিনাইদহে অন্যের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ শিক্ষক নজরুলের বিরুদ্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে কী কথা বলেছে নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন ডোমারের ছেলের কোঁদালের কোপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিতা অনিল শিবগঞ্জে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে এবার স্কুলের ইট চুরি করলেন সেই আ.লীগ নেতা ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের লক্ষ্যে চারা রোপন কার্যক্রম উদ্বোধন নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে ডোমারে কর্মশালা হরিপুরে গণপিটুনিতে মোটর সাইকেল চোর নিহত রাজশাহীর দুর্গাপুর দিনমজুরের মেয়ের মেডিকেল জয়, আনন্দে এলাকাবাসী বাংলাদেশ ভারতের ওপর কতটা নির্ভরশীল? আলু, পেঁয়াজ, চালে জন্য ট্রাম্প চীনের উপর ১০ শতাংশ শুল্ক, ৫শ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা সান্তাহারে সেচের পানির দাম বেশি চাওয়ায় বিপাকে কৃষকরা বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি,নারীসহ আহত ৭ বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের বগুড়া শাখার কমিটি গঠন বগুড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয়জনের দন্ড ছাতক থানার অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার পার্বতীপুরে চুরির ঘটনায় আগুন,অজ্ঞান-১১ বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা ঘটছে দুর্ঘটনা ঠাকুরগাঁওয়ে প্রথমবার নিরাপদ গোস্ত প্রক্রিয়াজাতকরণ প্লান্ট রাজারহাটে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার বিশ্বম্ভরপুর সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সান্তাহারে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁও রাণীশংকৈল যুব ঐক্যের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
Translate Here »