ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁওতে সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম যুব ঐক্য পরিবার উদ্যোগে টি-শার্ট বিতরন করা হয়েছে। ১৮ ফ্রেরুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নতুন বছরে প্রথম পযার্য়ে বেশ কিছু সংখ্যক দায়িত্বশীল ও সদস্য দের মাঝে নিবন্ধন নাম্বারসহ লগোযুক্ত নতুন টি- শার্ট বিতরন করা হয়। শার্ট পেয়েই সদস্যরা মহা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
বিতরনকালে উপস্থিত ছিলেন, সংগঠন সভাপতি পল্লী চিকিৎসক রেহেনা আকতার কাজল, সাধা রণ সম্পাদক সংবাদকর্মী এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, ।
ক্রীড়া সম্পাদক ইব্রাহীম, কার্য করী সদস্য আনম মাজহারুল হক রিগ্যান, নুরুল আলম ও সদস্য আবদুল্লাহ মিয়াজীসহ অনেকে। সভায় সংগঠনের সকলকে মানবিক, সামাজিক ক্ষেত্রে কাজ করার উদাত্ত আহ্বান জানান। বিগত ৩/৪ বছর ধরে এ সংগঠন নানামুখী কর্মকান্ডে সফলতার সাথে এগিয়ে যাচ্ছন।