ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নাই, সমস্যা হলে কার কাছে যাবেন। এ জন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটা ও হউক, নির্বাচনটাও হউক।

নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার। এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না। আমরা আশা করবো সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। তারা বলেছে যে, নির্বাচন ডিসেম্বর থেকে থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি এভাবে না বলে পরিস্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন। রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে। তিনি সোমবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় জনসমাবেশে উপরোক্ত কথা বলেন।

বিগত সরকারের কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আপনাদের সাথে আমার খুব কম দেখা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন, এই ১৫ বছর আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নাই। এ এলাকার একজন ভাই, তাকে ইতিমধ্যে ১৪ সালের নির্বাচনের সময় প্রায় ৯ জনকে হত্যা করা হয়েছিল। বড় খোচাবাড়ীতে আমাদের এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছিল। ১৮ সালে নির্বাচনের সময় আমরা কেউ এ এলাকায় ঢুকতে পারিনি। তারা আমাদের গাড়িগুলি জ্বালিয়ে দিয়েছে, আমাদের রাস্তা গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল, যাতে করে আমরা আপনাদের কাছে আসতে পারি।

নির্বাচন করতে না পারি। ওই নির্বাচনগুলিতে আপনরাও ভোট দিতে পারেননি। গত ১৫ বছরে আপনারা ভোট দিতে পারেনি, নতুন ছেলেরা তো পারেই নি। এই ১৫ বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি তারা বিদেশে পাচার করেছে। ব্যাংকগুলো লুট করেছে।

তিনি আরও বলেন, রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাচ্ছে না, এগুলোর নাম করে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে। বিএনপির যদি গন্ধ পেয়েছে কোথাও তার চাকুরী হয়নি। ব্যবসা বানিজ্য হয়নি, চাকুরীর জন্য তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের যে কাঠামো ছিল, সুন্দর ব্যবস্থা ছিল সে ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। পরে এ দেশের মানুষ অস্থির হয়ে, জীবন দিয়ে তারা হাসিনাকে তাড়িয়েছে।

আপনারা দেখেছেন মানুষ কোন কিছুকে ভয় পায়নি ওই দিনগুলিতে। তারা শুধু সামনের দিকে ছুটে গেছে। আপনাদের বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে, অনেকে জেলেও গেছেন। আপনাদের একমাত্র অপরাধ ছিল যে, আপনারা বিএনপি করেছেন। হাসিনা সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি।

হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামীরীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। ক্ষমতা ধরে রাখার জন্য সরকার যা করা দরকার তা করেছিল। সারা বাংলাদেশকে নিয়ে আমাদের কাজ করতে হয়, সে কারণে বেশি সময় পাই না আপনাদের মাঝে আসার। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ১৫ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। চাকুরী, কৃষকের ন্যায্য পাওনা থেকে, শ্রমিক ভাইয়ের পাওনা থেকে বঞ্চিত হয়েছি।

আমরা যেটা করতে চাই, আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি আমরা সবার আগে নতুন কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিব। চাকুরীর দিকে গুরুত্ব দিব। আমাদের যুবক-তরুন ছেলে মেয়েরা যে চাকুরী পায়না তারা যেনো চাকুরী পায় সে ব্যবস্থা আমরা সবার আগে করবো। আসুন আমরা যাতে করে সকলের জন্য মানুষের জন্য কাজ করতে পারি সেই কামনা করি।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর পরে একই ইউনিয়নের বড় খোচাবাড়ীতে জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

ঝিনাইদহে বিলের মাঠে পড়ে ছিলো কৃষকের লাশ সংস্কার ও নির্বাচন দুটিই হউক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,গ্রেফতার ১ মৌলভীবাজার মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও র‍্যালি অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে টাঙ্গন নদীর জমি থেকে বসতভিটা সরিয়ে নিতে নোটিশ তুরিন আফরোজকে নতুন মামলায় গ্রেপ্তার বিরামপুরে বাস টার্মিনাল ও বাইপাস সড়ক না থাকার বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা ইয়াবা,ফেন্সিডিল ও ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে দোকান ঘর বিধ্বস্ত বগুড়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় এলএসডির কর্মকর্তা বরখাস্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশেকে চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত জামায়াত,দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয় পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য জমিতে হালচাষের অভিযোগ জামায়াত নায়েবে আমির বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্ত চক্ষুকে পরোয়া করে না নীলফামারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার নির্বাচনে সভাপতি দানু সম্পাদক সুমন দিনাজপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ১০জন আটক কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীর কটুক্তিকারী গ্রেফতার
Translate Here »