শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তে ভারতীয় বন্যহাতির তাণ্ডব। ভারত থেকে আসা বন্যহাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০ গ্রামের মানুষ। প্রায় শতাধিক হাতি বিভিন্ন দলে ভাগ হয়ে সেখানকার জনপদে ঢুকে পড়েছে। দিনের বেলা জঙ্গলে থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে হাতিগুলো লোকালয়ে ছড়িয়ে পড়ে। হাতিগুলো ফসল নষ্ট করছে এবং মাঝে মাঝে হামলা করছে ঘরবাড়িতে। এলাকাবাসী এর প্রতিকার চেয়েও সমাধান পাচ্ছেন না।
থানায় একাধিক ডায়েরি করা হয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও কার্যত তার কিছুই করা হয়নি। রাতের বেলা হাতিগুলো পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে বিস্তীর্ণ আবাদি জমির ফসল। সবজির পর সবজি ক্ষেত নষ্ট করে ফেলছে। অসহায় হয়ে সেটা দেখা ছাড়া আর কিছুই করার থাকছে না কৃষকদের।
ওই এলাকার চারপাশ পাহাড়ে ঘেরা। প্রায় সবার উপার্জনই কৃষির ওপর নির্ভরশীল। অর্থ ব্যয় করে নিজেদের শ্রমে-ঘামে উৎপাদন করা ফসলগুলো বন্যহাতি এসে খেয়ে ফেলছে! যখন কোনো সমাধান পাচ্ছেন না, তখন এলাকাবাসী মিলে হাতিগুলোকে প্রতিরোধ করা চেষ্টা করে। কিন্তু লাভ তো হচ্ছেই না, উল্টো মানুষ এবং হাতির মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে। হাতিগুলো শোধ তুলছে ঘরবাড়িতে হামলা করার মাধ্যমে।