শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বাদলাদিঘী কেন্দ্রীয় জামে মসজিদে কোমলমতি শিশুদের জামায়াতের সহিত নামায আদায় প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন আটমূল ইউনিয়নে বাদলাদিঘী কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটমুল ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, কিচক ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী ও ইউপি সদস্য মোঃ ফারুক হোসাইন, আটমুল ইউনিয়নের সেক্রেটারী আতিকুর রহমান সোহেল, আব্দুল ওহাব।
এ সময় উপস্থিত ছিলেন মাসুম, আবুল হোসেন আমীন, শহিদুল ইসলাম প্রমুখ। পরে জামায়াতের সহিত নামায আদায় প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী শিশু জোনায়েদ কে একটি বাই সাইকেল উপহার দেওয়া হয়। সেই সাথে ২য় ও ৩য় স্থান স্থান অর্জনকারী ও অংশগ্রহণকারীদের ক্রেষ্ট, গেঞ্জি, স্কুল ব্যাগ, টিফিন বাটি উপহার দেওয়া হয়।