শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে বগুড়ার শিবগঞ্জে এবিপিএল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০৬ ডিসেম্বর(শুক্রবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মিনি ক্রিকেট গ্রাউন্ডে এ শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
শিবগঞ্জের মহাস্থানগড়ে এই প্রথম এই খেলার আয়োজন করে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ। এ টুর্নামেন্টে রায়নগর ইউপি’র মোট ৮টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন মহাস্থানগড় ক্রিকেট একাডেমি বনাম মহাস্থান সততা সংঘ। টসে জিতে মহাস্থান সততা সংঘ বোলিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে মহাস্থানগড় ক্রিকেট একাডেমি ১২ ওভারে ৬০ রান করেন।অপরদিকে ৬১ রানের টার্গেট নেমে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মহাস্থান সততা সংঘ।
ম্যাচ সেরা নাইম হাসানকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন মহাস্থান গ্যাজেট। মিডিয়া পাটর্নার সাপ্তাহিক আলোকিত পুণ্ড্রনগর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়মহাস্থানের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিনুর ইসলাম শাহিন, রায়নগর ইউনিয়ন বিএনপি নেতা রাজু আহম্মেদ,টিপু সুলতান, হোসেন সাখিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ধারাবিবরণীতে ছিলেন বগুড়ার জনপ্রিয় ধারাভাষ্যকার ইমরান নাজির। ম্যাচ পরিচালনা করেন, হাবিবুর রহমান রাসেদ,আকিব হাসান, আলামিন রহমান, জহুরুল ইসলাম সৈকত,খায়রুল ইসলাম পলাশ,জাকারিয়া ইসলাম।