এম আবু হেনা সাগর, চট্টগ্রাম থেকেঃ বর্তমান যুগে শিক্ষার্থীরা ইউটিউব চ্যানেলে ঝুঁকে পড়ে কু-সংস্কারের দিকে ধাবিত হচ্ছে। সেখান থেকে ফিরিয়ে এনে মেধা বিকাশের সহায়তায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
১৬ নভেম্বর (শনিবার) সকাল দশটা থেকে চট্টগ্রামের চাদগাঁও পশ্চিম মোহরা এলাকায় স্থানীয় মাঠে তা,লীমুল কুরআন একাডেমীর আয়োজনে এই প্রথম বারের মত চমকপ্রদ বিজ্ঞান মেলা করে প্রশংসায় ভাসছেন।
সু-সজ্জিত পান্ডেল, ক্ষুদে বিজ্ঞানীদের হরেক রকমের উদ্ভাবনা রাখার স্টল আর ছাত্র-ছাত্রীদের কলকা কলিতে মুখরিত হয়ে উঠে এ নান্দনিক বিজ্ঞান মেলা। একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা আগ্রহের সহিত বাসাবাড়ী থেকে নানান উদ্ভাবনা তৈরী করে মেলার স্টলে এনে প্রদর্শন করেন এবং কার্যক্রম সম্পর্কে আগত অতিথিদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করেন।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা বিকশিত করতে পারলে তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে। ছাত্র-ছাত্রীরা দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে পরিবেশ,প্রকৃতির এবং বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ের উদ্ভাবনী দেখে আগত অতিথি,শিক্ষক ও অভিভাবকরা মুগ্ধ।
শিক্ষার্থীদেরকে কু-সংস্কার থেকে ফিরিয়ে আনতে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয় বলেও জানালেন একাডেমীর সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। তা,লীমুল কুরআন একাডেমীর সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ নুরুদ্দোজা ফরাজীসহ শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।