ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খড়ের পিকআপে তল্লাশি চালিয়ে মিললো, ৩৫কেজি গাঁজা আটক করেছে র্যাব-১৩। প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানা যায়,
রোববার ২২ডিসেম্বর দুপুরে একটি খড় ভর্তি পিকআপ তিস্তাগামী পাঁকা রাস্তায় রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে চালক সহ আটক করে র্যাব ১৩এর সদস্যগণ। পরে ইউনিয়ন পরিষদ মাঠে পিকআপ থেকে খড় নামানোর পর তল্লাশি করে নিম্নাংশে ৫কেজির ৭টি পোটলায় ৩৫কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১৩।
এসময় পিকআপ চালক ও মাদক ব্যবসায়ী মোস্তাক (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাক কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের মাহাআলমের পুত্র বলে জানা গেছে।
র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই ৩৫কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এছাড়া পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।