ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে দখলদার বিশ্বসন্ত্রাসী, ইহুদিবাদী ইজরাইল কর্তৃক ফিলিস্তিনী মুসলিমদের উপর জুলুম, নির্যাতন ও জঘন্যতম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকার দিকে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে কওমি ওলামা পরিষদ ও তাওহিদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এর আগে তারা ব্যাপারী পাড়া জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।
উক্ত সমাবেশে মাওলানা হেলালুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কওমি ওলামা পরিষদ, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী। বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজারহাট উপজেলা আমীর মাওলানা কফিল উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল করিম ব্যাপারী। হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজারহাট উপজেলা সভাপতি মুফতী আযম আলী। বাংলাদেশ খেলাফত মজলিস, রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম। রাজারহাট থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শোয়াইবুর রহমান।
শেষে সমগ্র মুসলিম বিশ্বের শান্তি কামনায় ও ফিলিস্তিনের মুসলমানদের প্রতি জুলুম নির্যাতনের প্রতিবাদে আল্লাহর পক্ষ থেকে গায়েবি মদদ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি কেন্দ্রীয় সদস্য হেফাজতে ইসলাম বাংলাদেশ।