ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২০ জানুয়ারি দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে তার শ্বশুর বাড়ী সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে যায় পুলিশ।
আব্দুস ছালাম চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান ব্যাপারীর ছেলে। এলাকাবাসী জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে চাকিরপশার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়।
গত ৫আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেন। রাজারহাট থানা পুলিশের ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন,বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামকে পুলিশ গ্রেপ্তার করে।আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২০ জানুয়ারি) তাকে আলালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।