সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি: রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা কোনাগ্রামে আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বিকাল ৩টায় জেলার আলফাডাঙ্গা উপজেলা কোনা গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি চলে বিকেল ৫টা পর্যন্ত চলে।
জানা যায়, যুব সমাজের উদ্যোগে কোনাগ্রাম পৃর্ব পাড়া আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়। ফ্রি ব্লাড গ্রুপিং এ শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্নয় করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ হারুন অর রশীদ ৫নং বানা ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্ত যোদ্ধা হিসেবে পরিচিত সুমন রাফি, বোয়ালমারী।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে রক্তের গ্রুপ জানতে আসা মো: আজিজুর রহমান মৃধা জানান, এটি মহৎ উদ্যোগ। আমিও রক্ত দানে ইচ্ছুক। এ জন্য রক্তের গ্রুপ নির্ণয় করে রাখছি।
এ ব্যাপারে রক্ত যোদ্ধা সুমন রাফি বলেন,সামাজিক কাজে যুবকদের অগ্রসর হতে হবে ।যুবকেরা দেশের ভবিষ্যৎ, তাই যুবকদের জরুরি প্রযোজনে রক্ত দিয়ে জীবন বাঁচানোর আহবান জানান। তিনি আরও বলেন
মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ নির্ণয়ে সময় ক্ষেপণ হয়। রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে জরুরিভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব।
তাই এসব চিন্তা থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয় অপর আরেক প্রশ্নের জবাবে সুমন রাফি বলেন,আস্তা ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ভবিষ্যতে এ ফাউন্ডেশনের কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন শাকিল আহম্মেদ,পরিচালক আস্থা মানবিক রক্তদান ফাউন্ডেশন।