রংপুর প্রতিনিধিঃ রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ২০২৫-২০২৭ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের ফলাফল ও নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফয়জুল কবির লিটন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান আতোয়ার রহমান সরকার, শহিদুল ইসলাম লিটন, মোশাররফ হোসেন মনি।
এর আগে পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রয় ও বিতরণ হয়েছিল। এরমধ্যে নির্বাচিত হয়েছেন ২১জন পরিচালক। মোট ভোটার সংখ্যা ১শ ৫২ জন। গত রবিবার নগরীর ১টি হোটেলে নির্বাচিতদের নাম ও পদবী ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- গোলাম জাকারিয়া (পিন্টু) প্রেসিডেন্ট, আলহাজ্ব নুরুল ইসলাম (পটু) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রুবায়েত হোসেন খান ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক আসলাম, সাব্বির আহমেদ, আক্তারুজ্জামান মওলা, আব্দুর রাজ্জাক, আইয়ুব আলী, সৈয়দ শাহ নেওয়াজ আলী, সালাহউদ্দিন মোস্তফা জামাল।
এ এস এম রুবাইয়াত ফারমান,আতিক উল্লাহ, জাবেদ হোসেন (জুয়েল), নাজমুল আলম (নাজু), রাকিবুল হাসান, আব্দুল্লাহীল শাফী, এস এম তামজীদ, মাসুদ রানা, খোন্দকার ইফতেখার ইলাহী, সায়ফুল আনাম পিকলু, শাহজাহান কবীর। নির্বাচিতদের নাম ও পদবী ঘোষণা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া (পিন্টু)।