আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুর টেবিল টেনিস সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৫) সম্পন্ন হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রংপুর টেবিল টেনিস সংস্থার কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার রংপরের এনডিসি দেওয়ান আসিব পেলে।
নির্বাচনে (পদাধিকারবলে) সভাপতি পদে নির্বাচিত হন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, সহ-সভাপতি পদে নির্বাচিত হন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বানী । নির্বাচনে (বিনা প্রতিদ্বন্দীতায়) সহ সভাপতি পদে নির্বাচিত হন রশিদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ওয়াহেদ আলী মোকতা, সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার আব্দুল মজিদ হিরু, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আফতাবুজ্জামান রোমেল, কোষাধক্ষ পদে নির্বাচিত হন রশিদুজ্জামান বুলবুল, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন আঃ রাজ্জাক চৌধুরী মুবেল, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন শামীম সাব্বির, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন একেএম জাহাঙ্গীর আলম সার্জেন।
নির্বাচনে (ভোটের মাধ্যমে) কার্যকরি সদস্য পদে নির্বাচিত হন হাফিজার রহমান রিংকু, মজিবর রহমান, অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, সাব্বির হায়দার আশিক, শফিকুল ইসলাম নাহিদ। এছাড়া (পদাধিকারবলে) কোআপ সদস্য হিসেবে (১জন করে প্রতিনিধি) রংপুর জেলা ক্রীড়া আফিসার, রংপুর জেলা ক্রীড়া সংস্থা, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি নির্বাচিত হন।