আবু জার গিফারী কেশবপুর যশোর থেকেঃ যশোরের বেজপাড়া গুলগুল্লার মোড়ে জেলা তথ্য অফিস যশোর এর আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)`র সুচকভিত্তিক প্রচার কার্যক্রম এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সম্মানিত সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক জনাব মোঃ আসলাম হোসেন।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস যশোরের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ রমজান আলী, উদ্যোক্তা ও সমাজকর্মী ফারজানা ইয়াসমিন বৃষ্টি। উক্ত উঠান বৈঠকে বক্তারা বাল্যবিবাহ রোধ, গুজব প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, সামাজিক মূল্যবোধ, নৈতিক অবক্ষয় রোধ, অনাবাদি জমি আবাদি করতে উদ্বুদ্ধকরণ এবং সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক ও সচেতনতামূলক বার্তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে ১০০ জন মত বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে উদ্যোক্তা ও সমাজকর্মী ফারজানা ইয়াসমিন বৃষ্টি বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের জন্য নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।