রফিকুল ইসলাম জিলুঃ ব্যুরো প্রধান ঢাকা: সাভারে মামলার তদন্তের জন্য প্রেরণ করা মেডিকেল সার্টিফিকেটে ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান বাবুল, মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি আরো জানান গত বছর ৯মে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে ভাকুর্তা ইউনিয়নের চুনারচর গ্ৰামে আমার বাড়িতে এসে অভিযুক্ত আলাউদ্দিন, শাহাবউদ্দিন, আশাবুদ্দিন আমার উপর হামলা করে,এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি, তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে।
ঐ সময় একাধিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছি, কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে দেওয়া মেডিকেল সার্টিফিকেটে আমার উপর হামলার আঘাত কে (সিমপল) সাধারণ আঘাত লেখা রয়েছে, অন্যদিকে যারা আমার উপর হামলা করে তাদের একজনের আঘাত গুরুতর লিখে মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়েছে ঘটনার চার মাস পর, যার ফলে আমার মনে হচ্ছে।
এ ঘটনায় আমার ন্যায় বিচার প্রাপ্তিতে বাধা গ্রস্থ হতে পারে,উল্লেখ্য এ ঘটনায় অভিযুক্ত আসামির মেডিকেল সার্টিফিকেট আমলে না নিয়ে আমার মেডিকেল সার্টিফিকেট পূণরায় দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পিবিআই কে নির্দেশ দিয়েছেন আদালত।