ইক্কা আরেমা, স্টাফ রিপোর্টার মালয়েশিয়াঃ শুক্রবার (২০ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, বড়দিন উদযাপনে মালয়েশিয়ার বিপণিবিতানগুলো ক্রিসমাস ট্রি এবং এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। হাজার হাজার এলইডি লাইটের আলোতে ঝলমল করছে ক্রিসমাস ট্রি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনকে ঘিরে উৎসবমুখর ও বর্ণিল সাজে সেজেছে পুরো মালয়েশিয়া। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি।

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে এভাবেই বড়দিনের উৎসবে মেতেছেন দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিনকে ঘিরে এই আলোকসজ্জা দেখতে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন স্থানীয় খ্রিস্টানধর্মালম্বীসহ বিভিন্ন দেশের পর্যটকরা। বাংলাদেশের পর্যটকসহ প্রবাসী বাংলাদেশিরাও এই উৎসবের আয়োজন দেখতে ভিড় করছেন।

এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিভিন্ন বিপণিবিতান বিভিন্ন পণ্যে ছাড় দিয়েছে। বড়দিন উপলক্ষে সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে উপহার প্রদান, গির্জায় উপাসনা, পারিবারিক অনুষ্ঠান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গৃহসজ্জা, ক্রিসমাস গাছ আলোকসজ্জা, যিশুর জন্মদৃশ্য এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনীর মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়। এছাড়া বড়দিন উপলক্ষে ছোটদের জন্য ফাদারের উপহার আনার রূপকথাটি বেশ জনপ্রিয়ভাবে প্রচলিত রয়েছে।

কোমলমতি শিশু-কিশোরদের কাছে সান্তা ক্লজ বড়দিনের অন্যতম আকর্ষণ। শিশু-কিশোরদের আনন্দে আনন্দিত হয় বড়রাও। সারা বছরের কর্মব্যস্ততায় একঘেয়েমি জীবন থেকে বের হয়ে এসে পরিবারের সঙ্গে মেতে ওঠে বড়দিনের আনন্দ-উৎসবে। এ বছর যিশুর কাছে প্রার্থনা পৃথিবীর বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বন্ধের। পৃথিবী হোক হানাহানি মুক্ত বাসযোগ্য। ক্রিসমাস ডে বা বড়দিনের উৎসবগুলোতে একটি বয়স্ক লোককে উপহার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার মাথায় বিশেষ এক ধরনের টুপি, শরীরে লাল রঙের বিশেষ পোশাক আর মুখে সাদা দাড়ি থাকে। একে সান্তা ক্লজ বলা হয়। সান্তা ক্লজ মূলত খ্রিস্টধর্মের একটি বিশেষ চরিত্র। তাকে বড়দিনের চেতনার প্রতীক বলা হয়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

নাট্য সমিতির সপ্তাহব্যাপী আয়োজনের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো সংগীতানুষ্ঠান ফরিদপুরে চোরাই গরুসহ দুই চোর আটক সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ  পঞ্চগড় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনারে সাথে মতবিনিময় সভা নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডোমারে ইপিল গাছ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার শেরপুরে  বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব তেঁতুলিয়ায় শীতবস্ত্র উপহার দিলেন আল খায়ের ফাউন্ডেশনের মালয়েশিয়ায় বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা মহানগর পুলিশের ডিবির জ্যাকেট-আইডি কার্ড না দেখিয়ে আসামি ধরছে না বাংলাদেশে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে-হামিদুর রহমান আযাদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক কবিতঃ চির স্বরণীয় কবি নজরুল-লেখক সৈয়দ হারুনুর রশীদ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে দুলাভাই খুন। পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে বিএনপি একা বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে ছাড়া পেলেন বাংলাদেশি কিশোর
Translate Here »