হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: বোরো ফসল ব্যাপক মাঝরা পোকা দমনে প্রচুর বিষ প্রয়োগ করতে হয়। মাঝরা পোকা দমনে দেশের হাজার হাজার কোটি নষ্ট হয়। বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার নতুন নতুন প্রযুক্তির কৃষকদের সহায়তা করে আসছে। এরই মধ্যে মাঝরা পোকা দমনে প্রশিক্ষন দিয়ে উৎসাহী করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়ন ওয়াদুদ আলী কৃষকের ৩৩ শতাংশ জমিতে মাঝরা পোকা দমনে ফাঁদ পদ্ধতি স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তা মো,আনিসুর, তিনি জানান, এটা পদ্ধতিটা যদি কৃষক ব্যবহার করে। স্বল্প খরচে বোরো আমন চাষাবাদ করতে পারবে। এই পদ্ধতিতে খরচ কম। শুধু বাঁশের খুঁটি প্লাস্টিকের জার ও সাবান পানি, তাবিজ ঔষধ।
তিনি জানান, পোকা দমনে এই পদ্ধতিতে তাবিজ ঔষধের ঘ্রাণ আছে।, তখনই ঐ ঘ্রাণে জারের মধ্যে সাধান পানিতে পরে গেলে মারা যায়। বোরো,আমন বা যে সব ফসলে মাঝরা পোকা আক্রমণ বেশি, এইসব ফসলে অবশ্যই ১০০% কার্যকারিতা বেশি। সবাই ব্যবহার করার অনুরোধ করছি।