রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়েদের শারিরীক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার আয়োজনে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ গ্রহন করে তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ।
উক্ত খেলায় পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশকে ৩- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। সেরা খেলোয়াড় হিসেবে পুরুষ্কার গ্রহণ করেন আইভি খাতুন, ম্যান অফ দ্যা ম্যাচ আইভি খাতুন, সেরা গোল কিপার কলি খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার সভাপতি আরিফুল ইসলাম আরিফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আঃ সামাদ, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, তিলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজু আহমেদ ব্যাপারী, বাবু মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, মোরশেদ আলম মিন্টু প্রমূখ। খেলা পরিচালনা করেন মিজানুর রহমান এবং ধারাবিবরণী সুজন মিয়া।