দবিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। ১৪ই ডিসেম্বর, ২০২৪, শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করে উপজেলা প্রশাসন ।
দিবসটি স্মরণে উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গীর পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে সকাল ১০.০০ টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে অফিসার ইন চার্জ, বালিয়াডাঙ্গী থানা, ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা আইসিটি অফিসারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।