জুলহাস, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দরে দুই মাস ধরে ভারত ও ভুটানের পাথর আমদানি বন্ধ থাকায় কার্যত অচলাবস্থায় সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আর কাজ হারিয়ে অসহায় দিন কাটাচ্ছেন অনেক শ্রমিক। একইসঙ্গে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শনিবার (২৫ জানুয়ারি) থেকে কয়েকটি পাথরবোঝাই ট্রাক এলেও তাতে বন্দরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরছে না।
২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই বন্দরে ৩৩ হাজার ৪১১টি পণ্যবাহী ট্রাকে পাথরসহ প্রায় ৯ লাখ ১১ হাজার ৬৫ মেট্রিক টন পণ্য আমদানি হয়। তবে নভেম্বর থেকে বাড়তি ট্রাকভাড়া এবং পাথরের মান কমে যাওয়ায় ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এরপর জানুয়ারির ৪ তারিখ থেকে ভুটানের পাথর আমদানিও বন্ধ রয়েছে। কারণ, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ি বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। বন্দরে পাথর আমদানি বন্ধ থাকায় কাজ হারিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা।
এক শ্রমিক বলেন,আমাদের কোনো ইনকাম নেই। না খেয়েই দিন কাটাচ্ছি। মহাবিপদে আছি। ব্যবসায়ীরাও একইভাবে উদ্বিগ্ন। তারা বলছেন, রেট বেশি হওয়ায় এখন পাথরের গাড়ি দেখা যাচ্ছে না। খালি ট্রাক চলছে, কিন্তু কোনো পণ্য আসছে না। বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতার কারণে পাথর আমদানি বন্ধ রয়েছে।
তবে আমরা আশাবাদী, এ সমস্যার সমাধান হলে খুব দ্রুত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা বন্দর ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। পাথরের পাশাপাশি এখানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির সুবিধা রয়েছে। তবে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরটি কার্যত ¯’বির হয়ে পড়েছে।