জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: বাংলাদেশর সর্ব উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, তেঁতুলিয়ার মানুষ খুবই অতিথি পরায়ণ। এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি আগে বিষয়টি জানলে আরও আগেই আসতাম, এখানে আত্মীয়তা করতাম।

এ সময় তিনি তেতুঁলিয়াবাসীকে হবিগঞ্জে তার নির্বাচনি এলাকা ঘুরে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন,তোমরা আমার মত ব্যারিস্টার হতে চায়লে ভালো ভাবে পড়ালেখা কবরে। এখানে যেসব শিক্ষার্থী ভাই-বোনেরা আছেন তাদের উদ্দেশে বলছি আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন। মাদক থেকে দূরে থাকবেন। পরিশ্রম কখনও বিফলে যায় না।

শুক্রবার (১০ মে) বিকালে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে বিদ্যালয়টির মাঠে বাংলাবান্ধা কাশফিয়া একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল অ্যাকাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে বাংলাবান্ধা কাশফিয়া ফুটবল একাদশকে হারায়। ব্যারিস্টার সুমন ফুটবল অ্যাকাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক ব্যারিস্টার সুমন নিজেই।

খেলার শুরু থেকে দুই দলের খেলোয়াড়েরা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। ৪৫ মিনিটের সময় মাঠে নামেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় হাজারও দর্শক করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। খেলায় কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হলেও ৫৮ মিনিটের মাথায় কর্নার কিকে হেড দিয়ে গোল আদায় করেন ব্যারিস্টার সুমন। এ সময় চিৎকার ও উল্লাসে ফেটে পড়েন দর্শক। খেলা শেষে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যারিস্টার সুমনের দল।

ফুটবল ম্যাচের আয়োজক বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, আমরা তেতুঁলিয়াবাসী অনেক আনন্দিত, ব্যারিস্টার সুমনের মতো একজন জনপ্রিয় ব্যক্তি তার ফুটবল দল নিয়ে এখানে খেলতে এসেছেন। এখানকার মানুষ যে ফুটবল প্রিয় তা আজকের হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে। যদিও আমরা হেরেছি তবে দু দলই খুব সুন্দর খেলেছে। দর্শক বেশ আনন্দ পেয়েছে। আগামীতে আরও ভালো মানের ফুটবল খেলা দর্শকদের উপহার দিতে পারবো বলে মনে করি।

খেলায় পঞ্চগড়-১আসনে এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, তেতুঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তুহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

নাট্য সমিতির সপ্তাহব্যাপী আয়োজনের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো সংগীতানুষ্ঠান ফরিদপুরে চোরাই গরুসহ দুই চোর আটক সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ  পঞ্চগড় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনারে সাথে মতবিনিময় সভা নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডোমারে ইপিল গাছ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার শেরপুরে  বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব তেঁতুলিয়ায় শীতবস্ত্র উপহার দিলেন আল খায়ের ফাউন্ডেশনের মালয়েশিয়ায় বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা মহানগর পুলিশের ডিবির জ্যাকেট-আইডি কার্ড না দেখিয়ে আসামি ধরছে না বাংলাদেশে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে-হামিদুর রহমান আযাদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক কবিতঃ চির স্বরণীয় কবি নজরুল-লেখক সৈয়দ হারুনুর রশীদ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে দুলাভাই খুন। পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে বিএনপি একা বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে ছাড়া পেলেন বাংলাদেশি কিশোর
Translate Here »