মোতালেব বাবু, স্টাফ রিপোর্টার ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বেলা তিনটার দিকে তিনি নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গিয়েছে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী। গত দুদিন ধরেই তিনি সর্দি জ্বরে ভুগছিলেন। অসুস্থ শরীরেই গতকাল (বৃহস্পতিবার) বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত মিটিং করেছেন। আজ জুমার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বরাতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যান। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে। এরপর তার লাশ বারডেমের হিমঘরে রাখা হবে।
শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে। এরপর বাদ জোহর তার লাশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালের বাইরে ভিড় করেন উপদেষ্টামণ্ডলীর সদস্য ও তার শুভানুধ্যায়ীরা।