বরিশালে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ জন। বরিশালের মেহেন্দীগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও ১৫ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে শোলদি গ্রামে এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। অপরজন মারা গেছেন বরিশালে নেয়ার পথে। দফায় দফায় চলা সংঘর্ষে ১৫ জনের মতো আহত হওয়ার কথা শুনেছি।
জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানায়, নিহতরা হলেন- শোলদি গ্রামের সিদ্দিকুর রহমান (৩০) ও ছত্তার ঢালী (৫৫)। এদের মধ্যে সামসুল হকের ছেলে সিদ্দিকুর ঘটনাস্থলেই মারা যান। উপজেলা আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক জামাল ঢালীর বড় ভাই ছত্তার ঢালী মৃত্যু হয় বরিশাল নেয়ার পথে।
স্থানীয়রা জানান, নিহত দুজনই স্থগিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মোল্লার সমর্থক। তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী নুরুল ইসলাম মিঠু চৌধুরীর লোকজনের বিরুদ্ধে। মিঠু চৌধুরীকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এমপি।