শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে বৃষ্টি প্রত্যাশা করে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
২৫ এপ্রিল(বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকায় সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর মসজিদ প্রাঙ্গনে খোলা আকাশের নিচে এ নামাজের ও দোয়ার আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা।
এতে বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান। নামাজ শেষে বৃষ্টির আশায় তিন শতাধিক মুসল্লিকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন। এসময় মুসল্লিরা উল্টো হাতে কেঁদে কেঁদে আল্লাহর নিকট বৃষ্টির প্রার্থনা করে।
নামাজের পূর্বে মাওলানা শাহাদাতুজ্জামান আলোচনায় বলেন,যখন অনাবৃষ্টি দেখা দিতো তখন মহানবী (স) সাহাবিদের নিয়ে যে,বিশেষ দোয়া করতেন, তাকেই সলাতুল ইস্তিস্কা বলে।ইস্তিস্ককা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। স্থানীয়রা জানান, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল, নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে। পানির অভাবে চাষাবাদও মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
ক্ষতিগ্রস্থ হচ্ছে মাঠের ফসল। এ কারণেই আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি চেয়ে এলাকাবাসী খোলা মাঠে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করেন।এছাড়াও উপজেলার শব্দলদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ও সদর উপজেলার গোদারপাড়ায় সকাল সাড়ে ৮ ঘটিকার সময় ইসতিকার সালাত আদায় করেন স্থানীয়রা।