শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়াসহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ০৬ সেপ্টেম্বর(শুক্রবার)শহীদ সিয়াম ও সেলিম রেজার কবর জিয়ারত,করেন বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোষ ও মোমাজাত করা হয়।পরে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা নাসিরুজ্জামান মামুনসহ অনেকে। শহীদ সিয়াম বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় বসবাস করতেন। আর সেলিম রেজা তেলিপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ছাত্রদল নেতা নাসিরুজ্জামান মামুন বলেন, যাদের বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি কখনোই আপনাদের ভুলবে না। ছাত্রদলের সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবো।