মিরু হাসান, স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেতার নাম বেলাল হোসেন (৩৫)। তিনি ফুলবাড়ী গ্রামের মৃত আবু মুসার ছেলে ও শেরপুর উপজেলা ছাত্রলীগের উপবিভাগীয় সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। পুলিশের এই কর্মকর্তা জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।