শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্হাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিন ব্যাপী অনুধর্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এ ভলিবল প্রতিযেগিতার শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দক হোসেন,জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মাসুদুর আমল মাসুদ, ট্রেজারার ইমরান হায়দার কাঞ্চন, বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামিল নগর যুবসংর্ঘের সভাপতি এরশাদুল বারী এরশাদ।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘলসহ প্রমূখ।ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৮ টি দল অংশ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকালে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।