জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে উপজেলা সালবাহানা হাটে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তেতুলিয়া উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর আয়োজন করে শনিবার উনিশে এপ্রি আসরের নামাজ শেষে মিছিলটি বের হয়ে স্কুল মার্কেটে শেষ করে।
এ সময় বক্তব্য রাখেন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন তেঁতুলিয়া উপজেলা শাখা সভাপতি নুবিরুল ইসলাম,,সাধারণ সম্পাদক আবু তালেব,উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী,শালমান হাট জামে মসজিদের ইমাম মুফতি আবু তালেব, ফারুক হোসেন,নাজমুল হক,দেলোয়ার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন,বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে।বক্তারা আরোও বলেন,অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকান দারদের কেউ তাদের পণ্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।