সনত চক্র বর্ত্তী,ফরিদপুর: ফরিদপুরে দুই কেজি গাঁজাসহ মুকুল মণ্ডল(৪৫) নামে এক যুবককে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে জেলা শহরের গোয়ালচামট এলাকায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আসামি মুকুল মণ্ডলকে আটক করে পুলিশ।
আটককৃত আসামী মুকুল মণ্ডল (৪৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিমনগর গ্রামের মৃত কাশেম মন্ডল এর ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।