মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি “প্রমীলা” ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ডোমারের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার।
উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব তরিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক রইসুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজোয়ানুল করিম সাজি,০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রতন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন তারা হলেন স্বাগতিক ডোমার উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। খেলার ১ম মিনিটেই স্বাগতিক ডোমারের পক্ষে শান্তনা ১টি গোল করে ডোমার প্রমীলা দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর মিনিট ৪র্থ মিনিটেই মাথায় জয়পুরহাটের পক্ষে আনিকা ১টি গোল করে এতে উভয় দলই ১-১ গোলের সমতায় ফিরে আসে।
এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময়ের খেলায় উভয় দলের ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় শেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে উভয় দলের ৪ জন করে খেলোয়াড় নির্ধারন করা হয়। ট্রাইব্রেকার সুটে ডোমারের ৪টি সুটই রুখে দেয় জয়পুরহাটের গোলরক্ষক স্বপ্না। অপরদিকে জয়পুরহাটে ৪টি সুটের ২টি গোল জালে জড়িয়ে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
এবিষয়ে আয়োজক কমিটি জানান, টুর্নামেন্টের ৩য় ম্যাচে আগামী বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর একই ভেন্যুতে বিকাল ৩টায় একে অপরের মুখোমুখি হবে বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রমীলা ফুটবল একাডেমি। উল্লেখ্য যে, গত রোববারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের নওসিন প্রমীলা ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করেছিল রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাবকে।