জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলা ৯নং পূর্ব ভিয়াল ইউনিয়নে নুর জাহান আলিয়া মাদরাসার জমির রাস্তার দুই ধারে ৪টি গাছ কেটে ফেলেছে।
আমির খুশরু গাছ কেটে রাস্তার দুই ধারে ফেলে রাখে বিষয়টি ভিয়াল ইউনিয়ন তসিলদার কাছে মুঠো ফনে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানায় সারবেয়ার করে দেখে নুরজাহান আলিয়া মাদরাসার জমির গাছ বিষয়টি অবগত করে তহসিলদার।
ভিয়াল কাচারিপাড়া তরিকুল ইসলাম বলে আমির খশরু বাড়ির কাজের জন্য গাছ কাটে এলাকাবাসী বলে এই কাজগুলো সরকারি কোষাগরে অথবা নুর জাহান আলিয়া মাদরাসা জমা দেওয়ার কথা বলেন।