ঠাকুরগাঁও প্রতিনিধি: ৪ এপ্রিল, ২০২৫ শুক্রবার বিকাল ৩:৩০টায় শেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে , স্বাগতিক জনগাঁও নারী ফুটবল একাডেমির সাথে লড়বে উত্তরবঙ্গের আরেক তারকাবহুল একাডেমি রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমি, রানীশনকৈল।পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে বাড়িয়ে দিতে জনগাঁও নারী ফুটবল একাডেমি কর্তৃক ৩টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উক্ত ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কমপক্ষে এক ডজন খেলোয়াড় অংশগ্রহণ করবে।প্রীতি ফুটবল ম্যাচগুলোর সময়সূচি:এক। ছেলেদের খেলা: ২রা এপ্রিল, ২০২৫। বিকাল ৩:৩০টা।জনগাঁও বহুমুখী সবুজ সংঘ বনাম রাণীসংকৈল ফুটবল একাডেমি দুই। নারী গ্রুপ।
৩ এপ্রিল, ২০২৫। বিকাল ৩:৩০টা।জনগাঁও নারী ফুটবল একাডেমি বনাম বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড়(উত্তরবঙ্গের একমাত্র বাফুফে টু স্টার ফুটবল একাডেমি, কমপক্ষে ৬ জন খেলোয়াড় জাতীয় দলে খেলে।)তিন। নারী গ্রুপ।৪ এপ্রিল, ২০২৫। বিকাল ৩:৩০টা।জনগাঁও নারী ফুটবল একাডেমি বনাম রাঙাটুঙ্গি নারী ফুটবল একাডেমি, রানীসংকৈল কমপক্ষে ৫ জন খেলোয়াড় জাতীয় দলে খেলে) প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য সপরিবার সবান্ধব আমন্ত্রণ রইল।অসাধারণ এক বিজয় এবং আমাদের ঈদ-আনন্দ উপহার দিল আমদের খুদে জয়িতারা!
তারকা বহুল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ফুটবল একাডেমি বোদা উপজেলা ফুটবল একাডেমি, বোদা, পঞ্চগড়কে ৩-১ গোলে পরাজিত করেছে জনগাঁও নারী ফুটবল একাডেমির খুদে জয়িতারা!অবিশ্বাস্য এই কারণে যে, বোদা উপজেলা ফুটবল একাডেমিতে ৮ জন জাতীয় নারী দলের খেলোয়াড়, অবশিষ্ট খেলোয়াড়দের রয়েছে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা।তবে বোদা উপজেলা ফুটবল একাডেমি অসাধারণ খেলে হেরেছে এ বিষয়ে কোন সন্দেহ নাই।আজ বাংলাদেশ গর্বিত। তোমরা একদিন বিশ্ব জয় করবে এ বিশ্বাস আজ সকলের।