মোক্তারুজ্জামান মোক্তার, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ১০ বিমা পলিসির মেয়াদ পূর্তির অর্থ পরিশোধ এবং ১জন বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক প্রদান করেছে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানীর পার্বতীপুর শাখা। গত ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর পার্বতীপুর শাখা কার্যালয়ে ঈদ পুনর্মিলনী, ব্যবসা পরিকল্পনা সভা ও চেক বিতরণী আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান হিসাবে উপস্হিত ছিলেন, কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল। দিনাজপুরের জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি পার্বতীপুর সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান, বিশেষ অতিথি ডিজিএম মোঃ লতিফুল খবির ও ইনচার্জ মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ১০ বীমা পলিসি গ্রাহকের মেয়াদপূর্তির অর্থ পরিশোধ এবং একজন বিমা গ্রাহকে ১লাখ ৩৪ হাজার ৫৬২ মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়েছে। এ ব্যাপারে রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল বলেন, বীমায় সঞ্চয় করা হয় অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তাই পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে । আমরা বীমা দাবির নিষ্পত্তি কাজ গুলো দ্রুত পরিশোধ করার কথা জানান।