মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে ৮ নং কাচারী (ভূ-সম্পত্তি বিভাগ) তৎকালীন ফিল্ড কানুনগো জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে রেলওয়ে কৃষি জমি লীজ প্রদানে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে। আজ ১৪ ডিসেম্বর বেলা ১১ টা ২০ মিনিটে পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লেখিত অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার পূর্ব হোসেনপুর গ্রামের মাহফুজুল ইসলাম চৌধুরী।
তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বাংলাদেশ রেলওয়ে ১৯৯৭ সালে মধ্যপাড়া পাথর খনির সাথে রেল যোগাযোগ স্থাপন করতে তার পৈত্রিক পূর্ব হোসেনপুর মৌজার ৩.২১ একর সম্পত্তি অধিগ্রহণ করেন। এরপর ওই সম্পত্তির উপর দিয়ে রেল লাইন স্থাপন করা হলে দুই পার্শ্বে ১.৬৭ একর জমি পতিত (নয়ন জলি) পড়ে থাকে। জীবিকার তাগিদে উক্ত সম্পত্তি ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছিল। ২০২২ সালে উক্ত সম্পত্তি লীজের জন্য পার্বতীপুর রেলওয়ে ফিল্ড কানুনগো জিয়াউল হক জিয়ার নিকট স্বরনাপন্ন হলে, তিনি তাকে সহায়তা করেননি বলে জানান। তিনি আরও তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) এক দলীয় গড ফাদারের দ্বারা প্রভাবিত হয়ে তৎকালীন ফিল্ড কানুনগো জিয়াউল হক জিয়া সরেজমিন তদন্ত না করেই, তার ভোগ দখলে থাকা ১.৬৭ একর সম্পত্তি জনৈক সাজেদুর রহমানের নামে লীজ প্রদান করেন। উপরন্তু ফিল্ড কানুনগো আমাকে কে কোনঠাসা করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানী করেন।
এমন কি লীজ গ্রহীতা সাজেদুর রহমানের উপরও প্রাণ নাশের হুমকি প্রদান অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, ২০২২ সালের ২১ নভেম্বর সাজেদুর রহমানের লীজ বাতিলের আবেদন করা হলেও তৎকালীন পাকশী তিভিশনের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা কোন ব্যবস্থাই গ্রহণ করেনি বরং সাজেদুর রহমান ও আওয়ামীলীগের নেতাদের সাথে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের এতই গভীর সম্পর্ক যে, আমার মানবিক আবেদন তাদের হৃদয়কে এতটুকুও স্পর্শ করে নাই। তিনি সাজেদুর রহমানের লীজ বাতিল করতে অন্তর্বতীকালীন সরকারের সংশ্লিষ্ঠ উর্ধতন রেলওয়ে কতৃপক্ষের উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেছেন।
এ বিষয়ে ফিল্ড কানুনগো জিয়াউল হক জিয়া অন্যত্র বদলী হয়ে যাওয়ায় তার ভাষ্য নেয়া সম্ভব হয়নি। বর্তমান ফিল্ড কানুনগোর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।