মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতপুর প্রতিনিধি: আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পাবর্তীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ এপ্রিল সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার রোড চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।
আমার দেশ পত্রিকার পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মাই টিভির পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো বাদশাহ ওসমানী, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারী আবু সায়েম।
উপজেলা প্রেসকাবের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক, মোক্তারুজ্জামান মোক্তার, মোস্তাফিজুর রহমান বকুল, দেশ রুপান্তরের সোহেল সানি, ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক কালবেলার মিলন পারভেজ, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক জনবানী সাজেদুর রহমান নওশাদ প্রমুখ।