মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শুক্রবার (২৮ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর মডেল থানা চত্ত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান আয়োজক মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, সাবেক সংসদ সদস্য পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক, সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, জামায়াতের থানা আমির ইউসুফ আলী, জাতীয় নাগরিক পার্টি’র পার্বতীপুর-ফুলবাড়ি প্রতিনিধি তারিকুল ইসলাম।
এছাড়াও আরও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, নাগরিক পার্টি সহ পার্বতীপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় ।