মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কাম-টু-ওয়ার্ক (সি, টি, ডাব্লিউ) এর আয়োজনে ১৮-তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ ৯ এপ্রিল ২০২৫’ পালিত হয়েছে।
এ উপলক্ষে কাম টু ওয়ার্ক সফলতার নামান্তর প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন মান অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্য ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণে গতকাল (০৯ এপ্রিল) বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালিত হলেও এবার মুসলমান সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হওয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকায় অনুষ্ঠানটি পালন করতে বিলম্বিত হয়।
কাম-টু-ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মন্মথপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ওয়াদুদ আলী শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম শাহ্, মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার হোসেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, অটিজম জনগোষ্ঠী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।