মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সের হোসেন আলী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের তফিকুল ইসলামের ৪র্থ ছেলে। নিহত শিশুর নানা একরামুল হক জানায় ২৩ এপ্রিল বিকেল বেলায় বাড়ির পাশে পুকুরে অন্য শিশুদের সাথে খেলা করছিল হোসেন আলী।
কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর সাড়ে ৩টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরিবারের আদরের ছেলে হোসেন আলী’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।