মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্টান মারকায আল্লামা আব্দুল্লাহিল কাফী (রহঃ)বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আজ ২৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দিনভর বার্ষিক কার্যক্রমের তালিকা প্রকাশ করেছে। জানা গেছে, পার্বতীপুরে ১৯৮০ সাল থেকে একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সহিত দ্বীনি শিক্ষায় কৃতিত্ব লাভ করে আসছেন। ৩ শতাধিক দ্বীনি শিক্ষার্থীর বার্ষিক ফলাফলের আজকের আয়োজন।
এরেই ধারাবাহিকতায় বর্ষ শেষাংশে দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যে- বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরুস্কার বিতরণ, অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বিদায় ও ১৩ হাফেজ কে পাগড়ি প্রদানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জময়ঈতের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি এ জেড এম মেনহাজুল হক সাবেক পৌর মেয়র পার্বতীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জময়ঈতে আহলে হাদিস দিনাজপুর জেলার সভাপতি শাইখ মোহাম্মদ আব্দুল জলিল বিন শামসুল আলম আল মাদানি।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর প্যানেল মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর বিএনপি সহসাভাপতি,পার্বতীপুর,মোঃ সোহেল মারুফ স্বপন পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, পার্বতীপুর, মোঃ আব্দুল কুদ্দুস সভাপতি কৃষক দল পার্বতীপুর বিএনপি, পার্বতীপুর, আরও উপস্থিত ছিলেন, ছাত্র/ছাত্রীর অভিভাবকবৃন্দ,অত্র মসজিদের পেশ ইমাম মোঃ আজাহার আলী, জহুরুল হক, এন্তাজুল,সালাফি প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থায় ছিলেন, মোঃ হাফিজুর রহমান চাঁদ আলী। পার্বতীপুরের বিভিন্ন প্রিন্ট মেডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।