মোক্তারুজ্জামান,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তারা বলেন, আগামীতে এলাকায় কোনো ধরণের অসদাচরণ বা অনিয়মের ঘটনা ঘটলে, অংশগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে এ বিষয়ে আরও জোরালো মতামত তুলে ধরেন এবং কতৃপক্ষ আগামীতে এ ধরনের আলোচনা আরও বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দেন। এছাড়াও
ডেমোক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান, পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আস্থা জেলা পর্যায়ের নাগরিক প্লাটফর্মের সদস্য মাহমুদুর রহমান, সাবেক কাউন্সিলর রুস্তম আলী, সাংবাদিক মেনহাজুল ইসলাম, সঙ্গীতশিল্পী সঞ্জিত কুমার রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলাম।