মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশে প্রস্তাবিত চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের জোর দাবী জানিয়েছেন উপজেলার নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ। আজ ২৯ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচোড়া ক্যানেল বাজারে এক সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এলাকাবাসী বেলাইচন্ডি ইউনিয়ন, জনকল্যাণ কমিটি বাঘাচোড়া ক্যানেল বাজার, বাঘাচোড়া ক্যানেল যুব সংঘ তিনটি ব্যানারে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ৩০টি গ্রামের প্রায় কয়েক হাজার নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুরে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণের যথেষ্ঠ জায়গা রয়েছে। বেলাইচন্ডি ইউনিয়নের দেবিডোবায় বাঘাচোড়া মৌজা জেল নং-২, ২১১৫ দাগে, ৫১ একর ৩১ শতক সরকারি খাস জমি রয়েছে।
এ অঞ্চলে হাসপাতালটি নির্মিত হলে সাধারন মানুষ চিকিৎসাসেবা নিতে পারবে। ৭ কিলোমিটার দুরত্বে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, পার্বতীপুর শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বে ক্যানেল বাজার দেবিডোবা আবাসন প্রকল্প। তাই এখানে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের জোর দাবী জানিয়েছেন তারা। হাসপাতালটি নির্মাণে বক্তারা আগামীতে পার্বতীপুরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার কথা জানান এবং সবার মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচী জানানো হবে জানায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক হানিফ উদ্দিন, আব্দুল মজিদ সরকার বাচ্চু, জনকল্যাণ কমিটি বাঘাচোড়া ক্যানেল বাজার উপদেষ্টা ছালেক লতিফ লিটন, সভাপতি তহিদুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।