সম্পাদকীয়: ইঞ্জি. হাসিনুর রহমান: নদীর দেশ বাংলাদেশ উত্তর অঞ্চলের বেশীর ভাগ নদী এখন মৃত প্রায় আবাদী জমিতে পরিণত হয়ে যাচেছ। মাছে ভাতে বাংঙ্গালী এই কথাটি এখন পার্শ্ববর্তী দেশের কারণে হারানোর পথে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অবৈধ ভাবে বাঁধ নির্মাণের করে আমাদের দেশকে মরূভূমি করণের। যুদ্ধে নেমেছে তারা মুখে বলছে আমরা বাংলাদেশের বন্ধু এমন কিছু করবো না যা বাংলাদেশের জন্য ক্ষতি হয়। অথচ তারা সুইচ গেট নির্মাণ করে পানি প্রবাহ বাঁধা দিচ্ছে।

তাদের কথা আর কাজের মিল পাওয়া যাচ্ছে না। চুক্তি অনুযায়ী পানি বন্টন নীতিমালা তারা পরোয়া করেনা। আমাদের সরকার তাদের কাছে নতজানু যেহেতু শক্তির দিক দিয়ে আমরা পেড়ে উঠবো না। সবলের জয় আর দুর্বলের পরাজয় এটা চিরন্তন সত্য, সদ ইচ্ছা থাকলে আমাদের এই সমস্যা সমাধান আমরা নিজেরাই করতে পারি প্রযুক্তি ব্যবহার করে। মাছে মাছে ভরিয়ে তুলতে পারি বাংলাদেশ। ভারতের বাঁধের কারণে বাংলাদেশের সকল নদীসহ দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়ের নদী গুলো মৃত প্রায়। বাংলাদেশের নিকটতম হিমালয় হয়ে বয়ে আসা ভারতের মহানন্দ নদী হয়ে পঞ্চগড়ের তীরন্নই নদী, করোতোয়া নদী ও ঠাকুরগাঁও টাঙ্গন নদী হয়ে পদ্মা নদীতে মিলিত হয়েছে। এক সময় দেখেছি সারা বছর এসব নদী গুলো পানিতে পরিপূর্ন থাকতো মাছে মাছে ভরে থাকতো নদী। আমরা খালি হাতেই মৎস শিকার করতাম।

দুঃখ জনক হলেও এ কথা সত্যি নদীর রেখা আছে শুধু পানি আর মাছ নেই। আজ হতে বিশ বছর আগেও নানা প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে সে সকল প্রজাতির মাছ আর চোখেই পড়েনা। শুধু বইয়ের পাতায় এদের সংরক্ষন করে রাখা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য দেশীয় মৎস বই / মিউজিয়াম করে চিনাতে হবে। তাই সরকারের মৎস ও পানি সম্পদ মন্ত্রালয় এই প্রকল্পকে বাস্তবায়ন করে তুলতে পারে ।

উত্তর অঞ্চল দিনাজপুর,ঠাকুরগাও,পঞ্চগড়ের। যে সকল নদী গুলি আছে তা পূণরায় ৬/৭ ফুট ড্রেজিং করে ভারত ও বাংলাদেশ নোমেন্স ল্যান্ড (১৫০ ফুট ) ভারত যেখানে বাঁধ দিয়েছে সেখান হতে ২০০০ / ৩০০০ ফুট দুরত্বে প্রকল্প আকারে গভীর ডাক / পাম্প হাউজ করে খড়া মৌসুমে পাতাল থেকে পানি তুলে নদী গুলো পানি দ্বারা ভরে রাখা যায় তাহলে পানি সংকট অনেকাংশে লাঘব করা সমম্ভব। এ প্রকল্প শুদ্ধু ৩ মাস চালবে বাকি ৩ মাস বর্ষা মৌসুমে বন্ধ রেখে ৬ মাসের অবশিষ্ট্য সময় আমাদের নদীর পানি দিয়ে চালানো সম্ভব তাঁতে প্রকল্পের ব্যায় অনেক কম হবে।আমরা যদি গভীর হতে পানি তুলতে পাড়ি তখন ভারতের বাঁধের ধরে রাখা পানির লেয়ার ক্রমানয়ে আমাদের পানির লেয়ার সমান হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের মানুষ দেখানো নদী ড্রেজিং করলেও তা কাজে আসেনি। ড্রেজিং করা বালু নদীর পাড়ে জমায় রাখার কারণে বর্ষার জলে ভেসে তা পূণরায় নদী ভরাট করে দিয়েছে। এতে লাভ হয়েছে কোটি কোটি টাকা লুটপাট করে খাওয়ার হয়েছে।

আমি মনে করি যথাযথ ভাবে ড্রেজিং করা হলে দেশের পানির চাহিদা পূরণ করা যেত। এ ছাড়া ১ কিঃমিঃ পরপর নদী লীজ দিয়ে মৎস চাষ করে দেশের মাছের চাহিদা পূরণের পাশাপাশি প্রকল্পের আয়ের উৎস হতে পারে। বিঘা প্রতি কৃষককে জমিতে পানি সেচ দিতে খরচ ৮০০ থেকে ১০০০ টাকার প্রয়োজনে সে ক্ষেত্রে কৃষককে গড়ে ৫০০ টাকা বিঘা প্রতি খরচ ধার্য্য করা হয় তা হলে সেখান থেকে প্রকল্প ব্যায় কমানো সম্ভব।

সরকারী অনেক খাত আছে যা সারা বছর লোকসান গুনে সে রকম এটাও যদি লোকসান খাত হিসেবে ধরে বাস্তবায়ন করা হয় তা হলে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহর পাশাপাশী দেশে মৎস চাহিদা পূরণ করে,ধান,গম,ছাড়া অন্য ফসল যেমন শাক-শ্বব্জীর উৎপাদন করে আত্মনিভরশীল দেশ গড়া সম্ভব। শুধু টকশো করে কোন ফায়দা হবে বলে আমি মনে করিনা।

তাই সরকার সহ দেশের অনেক বে-সরকারী প্রতিষ্ঠান আছে যারা উক্ত প্রকল্পের সহায়ক হয়ে বাস্তবায়ন করে তাহলেই এ দেশ কৃষি সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়া সম্ভব। তাঁতে ভারতের কাছে হুজুর হুজুর করার প্রয়োজন হবে না। আমরা নিজেরাই আমাদের পানির সমস্যা সমাধান সক্ষম হতে পারি।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থলে পুকুর খনন,দেশীয় মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত  লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা আটক ৮ ঠাকুরগাঁওয়ে অপরাধ নিয়ন্ত্রনে সেনাবাহিনীর চিরুনী তল্লাশি কক্সবাজারে ঈদ যাত্রায় মহাসড়কে চরম ভোগান্তি, দূভোগে মানুষ কবিতা: ঈদ মোবারক ঈদ-লুনা জাহান চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্যঃ মির্জা ফখরুল ৫ম ফিলিপসিয়ান ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ তেঁতুলিয়া কালান্দিগঞ্জে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত দিনাজপুরে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত পঞ্চগড়ে ভাড়া বেশি নেওয়ায় বাস কাউন্টারে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা ঈদ মোবারাক দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডে ঈদ বস্ত্র বিতরণ বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র যা বলছে দিনাজপুরে ভয়াবহ ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় ৫ আসামি গ্রেফতার সম্পাদকীয়ঃ ভূ-রাজনীতি ও ভারত-যুক্তরাষ্ট্র – উপদেষ্টার চীন সফরের প্রেক্ষাপট পীরগঞ্জে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমে আতর-তসবিহ কেনার ধুম ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি দিনাজপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মৃত্যু আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি পার্বতীপুরে মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদযাত্রায় রংপুর হাইওয়ে পুলিশের প্রস্তুতি নিরাপদ যানজট মুক্ত ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা ভবন ধসে আটকা ৪৩ জন, জরুরি অবস্থা জারি ঠাকুরগাঁও জেলা কৃষকলীগ সভাপতি পবারুল মাস্টার আটক ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চিলাহাটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণে বান কি মুনের সমর্থন চেয়েছেন ড. ইউনূসের সাক্ষাতকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শ্রমিকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকার কাজ করছে
Translate Here »