আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। এমন কথাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ একথা বলেন। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, দুই দেশের রাজধানীই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান।

বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান — যিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরে গেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে অনুষ্ঠিত ১৫ বছর পর হওয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন — তিনি নিজ দেশের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের ব্যাপক উপস্থিতিতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাইকমিশনার তার বক্তব্যে পাকিস্তানের সঙ্গে মজবুত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা জানান। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার পরিবেশ তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মঈন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশীদ আহমদ, কায়সার আহমদ শেখ ও মোহাম্মদ জুনায়েদ আনোয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, নাগরিক সমাজ, গণমাধ্যম ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার যেমন বাঙালি রসগোল্লা ও বেকি মাছের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি, হাইকমিশনার ও অন্যান্য বিশেষ অতিথিরা একসঙ্গে কেক কাটেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

ইয়াবা,ফেন্সিডিল ও ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে দোকান ঘর বিধ্বস্ত বগুড়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় এলএসডির কর্মকর্তা বরখাস্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশেকে চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত জামায়াত,দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয় পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য জমিতে হালচাষের অভিযোগ জামায়াত নায়েবে আমির বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্ত চক্ষুকে পরোয়া করে না নীলফামারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার নির্বাচনে সভাপতি দানু সম্পাদক সুমন দিনাজপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ১০জন আটক কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীর কটুক্তিকারী গ্রেফতার রংপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান পাঠাগারের ভোটগ্রহণ সম্পন্ন মৌসুমি ধান রোপণের আশায় উত্তরের শ্রমিকদের ঢল সান্তাহারে আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চিরিরবন্দরে বিএনপির ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় দুস্কৃতিকারীদের হামলায় বীরমুক্তিযোদ্ধা আহত হাসপাতালে চিকিৎসাধীন হরিপুরের পুকুরের পানিতে ডুবে দুটি শিশু মৃত্যু আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পার্বতীপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত দিনাজপুরে পুলিশ ইজিবাইকের ৪টি ব্যাটারী উদ্ধারসহ-৩ জনকে গ্রেফতার করেছে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৬৪২ জন ডোমার চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  রানা প্লাজা ধ্বংসের এক যুগ, হতাশা কাটেনি নিহত আহত পরিবারের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা ৩১ দফার মধ্যে অনেক মিল আছে ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন
Translate Here »