আব্দুল্লাহ্ আল মামু,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার নেপালে ২১০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত প্রতিবেশী দেশটিতে এক হাজার ৭৬৪ মেট্রিক টন আলু রপ্তানি করা হলো। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু সংগ্রহ করে নেপালে পাঠাচ্ছে রপ্তানিকারক প্রতিষ্ঠান থিংকস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাবান্ধা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, ‘নেপালের মানুষ বাংলাদেশে উৎপন্ন আলু বেশি পছন্দ করে।
তাই তাদের চাহিদার জন্যই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৭৬৪ মেট্রিক টন আলু রপ্তানি হলো দেশটিতে। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আসছে, তেমনি কৃষকরাও ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি।
কৃষি বিভাগের হিসাবে গত বছরের তুলনায় এবার পঞ্চগড়ে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বেশি আলু আবাদ হয়েছে।ফলন হয়েছে অন্তত সাড়ে তিন লাখ টন। জেলার আটটি হিমাগারের ধারণক্ষমতা মাত্র ৫৪ হাজার টন।